ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় টেন্ডার হওয়ার ৩ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগ চরমে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
নগরকান্দায় টেন্ডার হওয়ার ৩ বছরেও সংস্কার হয়নি সড়ক, দুর্ভোগ চরমে

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে কুমার নদের পাড়ে প্রায় সাড়ে ৩০০ মিটার সড়কের বেহাল দশা। সড়কটি দিয়ে কোনো জরুরি অবস্থায় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স প্রবেশের সুযোগ নেই।

বর্তমানে পায়ে হেঁটে চলারও অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে হাজারও মানুষ।  

জেলার নগরকান্দা উপজেলা শহরের গুরুত্বপূর্ণ এই সড়কের এমনই বেহাল দশা যে, প্রত্যন্ত অঞ্চলেও মেলা দায়।  

জানা গেছে, প্রায় তিন বছর আগে এখানে প্রায় সাড়ে ৬০০ মিটার টেন্ডার হয়েছিল। জুঙ্গুরদী খাদ্যগুদাম থেকে কুমার নদের পাশ দিয়ে জুঙ্গুরদী খালপাড় পর্যন্ত আরসিসি ঢালাই রাস্তার টেন্ডার হয়। ২০২১ সালের ৩ মার্চ থেকে ২০২২ সালের ২৩ জুনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ ছিল।  

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বাবলু মাতুব্বর বলেন, আমি কাজটি করানোর জন্য অনেক চেষ্টা করেছি। কাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়দের বাড়াবাড়ির কারণে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।  

এ বিষয়ে ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহ্ বলেন, প্রায় সাড়ে ৬০০ মিটার সড়কের মধ্যে আনুমানিক ৩০০ মিটার কাজ করেছি। পৌরসভা থেকে বিল না দেওয়ায় এবং স্থানীয়রা বার বার কাজ বন্ধ করে দেওয়ায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এটা আমার নিজ এলাকা, আমারও একটা আবেগ ছিল, আমি লাভ-ক্ষতির হিসাব করিনি। কাজটি ভালোভাবেই করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এতে আমি ও ক্ষতিগ্রস্ত হয়েছি এবং স্থানীয়দের দুর্ভোগ ও বেড়েছে।  

বাকি কাজ শেষ করার বিষয়ে তিনি বলেন, ‘আমার বকেয়া পরিশোধ করলে আমি পিডির (প্রজেক্ট ডিরেক্টর) সঙ্গে যোগাযোগ করে দেখব, যদি সম্ভব হয় তাহলে কাজটি করে দেব। যেহেতু দুবছর আগে টেন্ডারের মেয়াদ শেষ হয়েছে, কাজেই আমি চেষ্টা করব কাজটি করার, কিন্তু নিশ্চিত করে বলতে পারছি না। ’ 

নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন, ঠিকাদার রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে কাজে অনিয়ম করেছিলেন তাই তার কাজের বিল বন্ধ করা হয়েছিল। তবে যতটুকু কাজ করেছে তার সমপরিমাণ বিল পরিশোধ করা হয়েছে।

নগরকান্দা পৌরসভা উপ-সহকারী প্রকৌশলী এসএম লুৎফর রহমান রানা বলেন, এ বিষয়ে ঠিকাদারকে একটি চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি যদি কাজটি করেন তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।  

এ বিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মাসুম বিল্লাহ্ বলেন, খুব শিগগিরই ঠিকাদারকে একটি চিঠি পাঠানো হবে। তিনি কেন কাজটি করেননি তা জানতে চাওয়া হবে। পরে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।