ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পাশে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।  

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হচ্ছে।  

মো. এরশাদ সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।  

ফিশিং ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, বুধবার বিকেলে ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে এরশাদ নামে এক জেলের ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। এ সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে এক জেলে আহত হন।  

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।