ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

ঢাকা: লিবিয়া থেকে ১৫৯ বাংলাদেশি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশে ফিরবেন। সেখানকার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

 

দূতাবাস জানায়, ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ১৫৯ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে পাঠানো হচ্ছে।  

তাদের মধ্যে ৫৮ জন ত্রিপোলির তারিক মাতার ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান।  

এ সময় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থায় দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা তুলে ধরা হয়।

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।