ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গোপালগঞ্জে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গোপালগঞ্জে সভা

গোপালগঞ্জ: ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গোপালগঞ্জে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হল রুমে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

জেলা প্রশাসক ‍মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ওহিদ আলম লস্কার, গোপালগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. প্রেমানন্দ মণ্ডল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. জীবিতোষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশসক (শিক্ষা ও আইসিটি) মিস সালমা পারভীন, শহীদ জিল্লুর শেখের বাবা হাসান শেখ, আহত আরিফ মো. কিবরিয়ার খালা মিনা আক্তার, গোপালগঞ্জ জেলার ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আলী ত্বহা, জসিম উদ্দিনসহ অনেকে বক্তব্য দেন।
বক্তরা বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগ ব্যর্থ হবে না। সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমরা তাদের প্রত্যাশিত একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। এখানে সবাই সুখে-শান্তিতে বসবাস করবে।  
  
আলোচনা সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় দেশের কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য করা হয় প্রার্থনা।
পরে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।