ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ

বরগুনা: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধর্মের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবীসাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা ইউনিট।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি পিপি আব্দুল মোজিদ তালুকদার, সহ-সভাপতি পিপি রুহুল আমিন, নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ পিপি রঞ্জু আরা শিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির।  

উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসান হাবিব স্বপন, ইশতিয়াক জলিল সোহাগসহ প্রায় শতাধিক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।

এ সময় তারা বলেন, আমাদের সহকর্মী তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। ইসকান সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের আদালতের অদূরে রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা কুপিয়ে হত্যা করে আইনজীবী আলিফকে। তিনি সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন।

এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গনসহ সারা দেশ।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।