ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার  ৫ যাত্রী নিহত

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এতে হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুরে একটি অবৈধ রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান বেগম ও সাজু মিয়া।  

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস বা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় কালিকাপুর এলাকার একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও চারজন। তাদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।