ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাগরে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসাছাত্র, মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
সাগরে গোসলে নেমে নিখোঁজ ২ মাদরাসাছাত্র, মিলল মরদেহ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল সৈকতের সাগর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত দুই শিক্ষার্থী হলো টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম এবং কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল।

এর আগে এ ঘটনার পর মৃত উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে।
তারা তিনজনই খুনকার পাড়ার আশরাফিয়া দারুন নাজাত হিফজখানার ছাত্র ছিল।

টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার দুপুর ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অন্য দুই শিশু।

ওসি বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখেন।

স্বজনদের বরাতে ওসি বলেন, সোমবার সকালে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করেন।

উদ্ধার শিশুদের মরদেহ বিকেল সাড়ে ৩টার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।