ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, নভেম্বর ২৫, ২০২৪
ঋণের প্রলোভনে ঢাকায় যাওয়ার পথে টাঙ্গাইলে আটক ১৩

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে ঢাকায় সমাবেশে নেওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

জব্দ করা হয় কালো রঙের হায়েচ।  

আটকরা হলেন- ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা এবং গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পী, নাজমা, সামিরন ও হাফিজা।  

জানা যায়, 'অহিংস আন্দোলন বাংলাদেশ 'নামে একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ‌ দেওয়ার প্রলোভনে নারী ও পুরুষদের নিয়ে আজ সকালে ঢাকায় যাচ্ছিল। ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত হায়েচ গাড়ি। এর আগে রোববার রাতে দুই নারীকে আটক করা হয়।  

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল ক‌রিম জানান, অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের ব্যানারে সুদ ছাড়া মোটা অঙ্কের টাকার ঋণ‌ দেওয়ার প্রলোভনে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।