ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনকে দস্যুমুক্ত ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
সুন্দরবনকে দস্যুমুক্ত ও জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতে মানববন্ধন

সাতক্ষীরা: সুন্দরবনকে দস্যুমুক্তকরণ ও জেলে- বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) শ্যামনগর প্রেসক্লাবের সামনে উপকূলীয় জেলে বাওয়ালিরা এই মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পরে আত্মসমর্পণকৃত দস্যু মজনু বাহিনীর প্রধান মজনু, আলিফ বাহিনীর প্রধান আলিফ ও মিলন পাটোয়ারীসহ অন্যান্য দস্যুরা ফের সুন্দরবনে অপতৎপরতা শুরু করেছে। তারা প্রতিনিয়ত জেলেদের অপহরণ ও নির্যাতন করে মুক্তিপণ আদায় করছে। ইতোমধ্যে গোটা উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে জেলে-বাওয়ালিদের পরিবারগুলোর জীবন-জীবিকা অনিরাপদ হয়ে পড়বে।

বক্তারা পশ্চিম সুন্দরবন দস্যুমুক্তকরণ, জেলে- বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুন্দরবনের পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির দাবি জানান।
বাবুল রহমানের সঞ্চালনায় ও জেলেদের প্রতিনিধি মো. আজিবর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাধারণ সম্পাদক মো. সোলায়মান কবীর, রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুজ্জামান, জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মো. ফজলুল রহমান, জেলে মো. আকবর হোসেন, আব্দুল মাজেদ, আমজাদ হোসেন, আইয়ুব আলী প্রমুখ।  

এদিকে একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুনের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, র‍্যাব মহাপরিচালক ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।

এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন জানান, জেলেদের পক্ষ থেকে স্মারকলিপি পেয়েছি। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সম্প্রতি সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারে যাওয়া একাধিক জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।