ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরা-যাত্রাবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ডেমরা-যাত্রাবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে আহত ১৫ শিক্ষার্থী ঢামেকে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সংঘর্ষে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত অন্তত ১৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন। তাদের শরীরে লাঠিপেটা ও মারধরের আঘাত রয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একে একে আহদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা ও তাদের সহকর্মীরা জানান, গতকাল রোববার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। সেই ঘটনায় আহত হয়েছে অনেকেই। তার প্রতিবাদ জানাতে আজ এই দুই কলেজের শিক্ষার্থীরা ড. মাহবুবর রহমান মোল্লা কলেজে গিয়েছিলেন। সেখানে গেলে তাদের উপর হামলা করে সেখানকার ছাত্র ও এলাকার লোকজন। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

আহতদের অন্তত ১৫ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এছাড়া অন্যান্যদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর রয়েছে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০)। কবি নজরুল সরকারি কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯), আরাফাত (১৯)। এছাড়া সলিমুল্লাহ কলেজ রুমান (১৯), ইম্পেরিয়াল কলেজের হুমায়ুনসহ (২০) আরওবেশ কয়েকজন।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।