ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বালু উত্তোলনে বাধা দেয়ায় হাতবোমা নিক্ষেপ, গৃহবধূসহ আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
বালু উত্তোলনে বাধা দেয়ায় হাতবোমা নিক্ষেপ, গৃহবধূসহ আহত ৩

মাদারীপুর: মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় বাধাদানকারীদের ওপর হাতবোমা নিক্ষেপ করেন বালু উত্তোলনকারীরা।

এতে এক গৃহবধূসহ আহত হয়েছেন অন্তত ৩ জন।  

রোববার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার তাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে।  

হাতবোমা নিক্ষেপকারীরা হলেন - স্থানীয় বালু উত্তোলনকারী চক্রের হোতা আলম হাওলাদার ও পাপ্পু হাওলাদার।

আহতরা হলেন - সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই এলাকার কুট্টি শিকদারের ছেলে সেলিম শিকদার (২৬) ও হাতেম মালের ছেলে আব্দুল মাল (৬০)।

জানা গেছে, সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের তাল্লুক এলাকায় দীর্ঘদিন ধরে আড়িয়াল খাঁ নদ থেকে বালু উত্তোলন করে আসছে আলম হাওলাদার, পাপ্পু হাওলাদারসহ একটি অসাধু চক্র। রোববার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করেন তারা। নদের পাড়ের লোকজন বাঁধা দিলে তাদের উপর অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে আলম ও পাপ্পু হাওলাদার ও তার সহযোগীরা। এসময় হাতবোমার আঘাতে চম্পা বেগমসহ অন্তত তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। তাদের মধ্যে গৃহবধূ চম্পা বেগমের অবস্থা গুরুতর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ককটেলের আঘাতে আহতের খবরে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরির্দশন করেছে। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ওয়াদিয়া শাবাব বলেন, আড়িয়াল খাঁ নদে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দিনে ও রাতে আলাদা অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই মধ্যে বেশ কয়েকজনকে জেল-জরিমানা করা হয়েছে। এছাড়া বেশকিছু ড্রেজার মেশিনও জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।