ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
জামালপুরে গারো সম্প্রদায়ের ওয়ানগালা উৎসব ওয়ানগালা উৎসব

জামালপুর: শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে জামালপুরের বকশিগঞ্জে অনুষ্ঠিত হলো গারো সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ওয়ানগালা। ফসলের কিছু অংশ তুলে দিতেই এই আয়োজন করে থাকেন তারা।

 

রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উৎসবের আমেজ থাকে পাহাড়ি এই সম্প্রদায়ের মানুষের মাঝে। শুধু পাহাড়ি নয় এই উৎসবে অংশ নেয় বাঙালিরাও।  

গারোদের বিশ্বাস শস্য দেবতা ‘মিসি সালজং’ এর ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন হয়। এই শস্য দেবতার প্রতি প্রার্থনা জানিয়ে ও নতুন ফসল আহারের অনুমতি নিতে জামালপুরের ভারতীয় সীমান্তবর্তী বকশিগঞ্জের দিঘলাকোনা এলাকায় ওয়ানগালা উৎসব পালন করেছে গারো সম্প্রদায়ের পাহাড়িরা।  

ওয়ানগালার শুরুতে থক্কা অনুষ্ঠান, শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতিসহ নানা আয়োজন করে দিঘলাকোনার সাধু আন্দ্রে ধর্মপল্লী। যেখানে অংশ নেয় গারো সম্প্রদায়ের পাঁচ শতাধিকের বেশি বাসিন্দারা। উৎসবটিকে ঘিরে আনন্দের মেলায় পরিণত হয় পুরো ধর্মপল্লী।

শুধু গারো সম্প্রদায় নয়। ওয়ানগালার অনুষ্ঠানে অংশ নেন এই এলাকার সাধারণ বাঙালিরাও। সব পরিবারের ভালোবাসা, আনন্দ এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনায়।  

ধর্মীয় অনুষ্ঠানের পর ধর্মপল্লী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে পরিবেশন করা হয় গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য। আর দিঘলাকোনা এলাকায় বসেছে মেলা।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।