ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কক্সবাজারে পৃথক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।  

শনিবার রাত থেকে রোববার (২৪ নভেম্বর) সকালের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

জানা গেছে, শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হারবাং আজিজ নগরে লরির চাপায় মোটরসাইকেলের দুই আরোহীর  মৃত্যু হয়। পরদিন রোববার (২৪ নভেম্বর) সকাল ১০টায় ইসলামনগর মাজার গেট এলাকায় ডাম্পার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়। এ নিয়ে ১২ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।  

শনিবার রাতে নিহতরা হলেন- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের হেলাল উদ্দীনের ছেলে মো. সোহেল (১৯) এবং একই গ্রামের জনব আলীর ছেলে তানভীর হোসেন রিফাত (১৮)। তারা কক্সবাজার থেকে বাড়ি ফিরছিলেন। এছাড়া রোববার নিহত হন পেকুয়া উপজেলার শীলখালী লামাপাড়ার মৃত জাফর আহমদের ছেলে বোরহান উদ্দিন (৪২)। তিনি বায়োফার্মা কোম্পানিতে সিনিয়র এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন জানান, পৃথক ঘটনাস্থল থেকে গাড়িগুলো জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।