ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

প্রশাসনে পদোন্নতি আসছে, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
প্রশাসনে পদোন্নতি আসছে, ডিসি নিয়োগে হচ্ছে ফিটলিস্ট

ঢাকা: প্রশাসনে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি দিচ্ছে সরকার। এছাড়াও জেলা প্রশাসক (ডিসি) পদে পদায়নের জন্য নতুন করে ফিটলিস্ট করা হচ্ছে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেন, আমাদের নতুন মন্ত্রিপরিষদ সচিব যোগদান করেছেন। এসএসবি পুনর্গঠন করা হয়েছে। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দ্রুত সময়ে শুরু হবে। অনেকের পদোন্নতি দেওয়ার জন্য পদ দেওয়া যায়নি। কিন্তু ব্যাচভিত্তিক পদোন্নতিতে বাদ পড়ার একটা বিষয় আছে। যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির আরেকটা বিষয় আছে।

ডিসি পদে ফিটলিস্ট নিয়ে সিনিয়র সচিব বলেন, নতুন ডিসি ফিটলিস্ট করার কাজটা শুরু হবে। এই কাজটা গতবার দিনে রাতে করতে হয়েছে। মাঠ কিন্তু অনেক ভালো। তারপরও আমরা নতুন ডিসি দেওয়ার চেষ্টা করবো। এ কাজটা এসএসবির মাধ্যমে শিগগরিই শুরু হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র পদ বঞ্চিতদের গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে বলেও সরকারের সিদ্ধান্তের কথা জানান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআইএইচ/এসএএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।