ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ধানক্ষেতে মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
রূপগঞ্জে ধানক্ষেতে মিলল মরদেহ মরদেহ: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ পূর্বাচল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, সকাল ১০টার দিকে আগলা এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়

তিনি আরও জানান, রাতের যেকোন সময়ে দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে নিরাপদ স্থান মনে করে ধানক্ষেতে তার মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া মরদেহ পরিচয় শনাক্ত করতে পিবিআইকে তলব করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।