ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু: পল্লীবিদ্যুতের ৭ জন বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
গাজীপুরে তিন শিক্ষার্থীর মৃত্যু: পল্লীবিদ্যুতের ৭ জন বরখাস্ত

গাজীপুর: গাজীপুরস্থ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) বাসে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. আকমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বরখাস্তরা হলেন- ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম-কারিগরি) কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খোন্দকার মাহমুদুল হাসান, এজিএম মো. তানভীর সালাউদ্দিন, জুনিয়র ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, শাখাওয়াত হোসেন ও আবুল কাশেম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সাময়িকভাবে তাদের বরখাস্ত করেছেন।

উল্লেখ্য, শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিক্ষক- শিক্ষার্থীরা বাস ও মাইক্রোবাসযোগে শ্রীপুর উপজেলায় মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিকে যাচ্ছিলেন। একপর্যায়ে তারা শ্রীপুর উপজেলার উদয়খালি এলাকায় পৌঁছালে পিকনিকের বাসে বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৬-৭ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে।  নিহতরা সবাই আইইউটির শিক্ষার্থী।  

এই ঘটনার পর গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।