ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে

ঢাকা: বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। তিনি বলেছেন, বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিদায় দেওয়া হবে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সচিব।

বঞ্চিত সবাই গ্রেড-১ পদে পদোন্নতি পাবেন কি না—প্রশ্নে সিনিয়র সচিব বলেন, বঞ্চিত যারা অতিরিক্ত সচিব, পদোন্নতি পেয়েছেন ১৩ দিনে তিন পদোন্নতি। এটা বিষয় না। তারা সারা বছরই বঞ্চিত ছিলেন। এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে, সিদ্ধান্ত হয়েছে গ্রেড-১ দিয়ে তাদের পদোন্নতি দেব। অনেকের এক মাস আছে, ১৫ দিন আছে, ২০ দিন আছে। এটা আমি মনে করি—অনেকের পদোন্নতি হবে এবং সামাজিক, পারিবারিক, আর্থিকভাবে তারা উপকৃত হবেন। এটার জন্য তারা চাকরি করেন। দাবি করার আগেই সরকার সিদ্ধান্ত নিয়েছে।

সবাইকে কি গ্রেড-১ পদোন্নতি দিতে পারবেন—এ বিষয়ে তিনি বলেন, সরকারি যারা চাকরি করি বিধি-বিধানের মাধ্যমে করতে হয়। যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, যদি কারও বিরুদ্ধে কারও যেমন এক কলিগের বিরুদ্ধে আরেক কলিগের মোটরসাইকেল চুরির মামলা; মানে মামলা-মোকদ্দমা-অভিযোগ-তদন্ত থাকে। এদের বিবেচনায় আনা হবে না। তাদের গ্রেড-১ দেওয়া হবে না।

মোখলেস উর রহমান জানান, সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে।  

সচিব আরও বলেন, সরকারি ১৫ লাখ কর্মচারী। অনেকেই বুঝতে পারছেন না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক মাস বাড়িয়েছে। আমরাও চিন্তা করছি এক মাস বাড়ানোর। আমরা ওপর থেকে সিদ্ধান্ত পেয়েছি। বাড়াবো।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
এমআইএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।