ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান

ঢাকা: সরকার ৪৩ থেকে ৪৭তম বিসিএসে মোট ১৮ হাজার ১৫৪ জন প্রার্থী নিয়োগ দেবে।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

তিনি জানান, ৪৩তম বিসিএসে ক্যাডার পদে ২ হাজার ৬৪ জন, নন-ক্যাডার পদে ৬৪২ জনসহ মোট ২ হাজার ৭০৬ জন, ৪৪তম বিসিএসে ক্যাডার পদে ১ হাজার ৭১০ জন ও নন-ক্যাডার পদে ১ হাজার ৭৯১ জনসহ মোট ৩ হাজার ৫০১ জন, ৪৫তম বিসিএসে ক্যাডার পদে ২ হাজার ৩০৯ জন ও নন-ক্যাডার পদে ১ হাজার ৫০৭ জনসহ মোট ৩ হাজার ৮৭৯ জন, ৪৬তম বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ১৪০ জন ও নন-ক্যাডার পদে ১ হাজার ১১১ জন এবং ৪৭তম বিসিএসে ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন ও নন-ক্যাডার পদে ৩২৫ জনসহ মোট ৩ হাজার ৮১২ জন নিয়োগ দেওয়া হবে।  

বিসিএস ৪৩তম
জনপ্রশাসন সচিব জানান, ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে। আগামী বছরের ১ জানুয়ারি যোগদানের জন্য নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর এ নিয়োগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হওয়ায় ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা-এনএসআই ও ডিজিএফআই-এর মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই চলমান আছে।

বিসিএস ৪৪তম
মোখলেস উর রহমান জানান, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে বিসিএস ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১১ হাজার ৭৩২ জন। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে গত ২৫ আগস্ট এ মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এ বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর অর্থাৎ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বিসিএস ৪৫তম
সিনিয়র সচিব জানান, ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় শেষের পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এ লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।  

বিসিএস ৪৬তম
মোখলেস উর রহমান জানান, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল গত ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১ হাজার ২৭৬ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিএস ৪৭তম
সিনিয়র সচিব জানান, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অধিযাচন পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪, আপডেট: ১৫১৯ ঘণ্টা
এমআইএইচ/আরবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।