ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল, ভোগান্তিতে রোগীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
ফরিদগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে নেই পর্যাপ্ত জনবল, ভোগান্তিতে রোগীরা

চাঁদপুর: প্রত্যন্ত গ্রামের ছয় লাখ মানুষের একমাত্র সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালে চিকিৎসকসহ জনবল সংকটে স্বাভাবিক স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।

এসব কারণে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

গত কয়েকদিন হাসপাতালে গিয়ে দেখা গেছে, চিকিৎসক না থাকায় রোগীদের ভোগান্তি। গুপ্টি পূর্ব ইউনিয়নের বাসিন্দা সাহেলা বেগম তার সন্তানের চিকিৎসা করাতে আসেন এই হাসপাতালে। চিকিৎসক না থাকায় সন্তান নিয়ে ফিরে যান তিনি।

উপজেলার চরমথুরা এলাকা থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন আবুল কালাম নামের এক বৃদ্ধ। সকাল ১০টার দিকে এসে দুপুর ১২টার সময়ও চিকিৎসক দেখাতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনও চিকিৎসক দেখাতে পারেনি। পরে আরও আধা ঘণ্টা অপেক্ষার পর তিনি চিকিৎসক দেখাতে পারি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ষাটের দশকে স্থাপিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি এই হাসপাতাল ২০২১ সালের ১৭ মে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসনিক অনুমোদনে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয়। বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করা হয়েছে। কিন্তু বর্তমানে উপজেলার ছয় লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার জন্য ৫০ শয্যার এই হাসপাতালে জনবল কাঠামো অনুমোদন না হওয়ায় কার্যত চিকিৎসা সেবা আগের মতোই রয়ে গেছে।

হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, বহির্বিভাগে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া নিয়মিত জরুরি বিভাগে প্রায় ১০০ জন এবং আন্ত বিভাগে ৭৫ থেকে ৮৫ জন রোগী চিকিৎসা নেয়। এর পরেও রোগীর চাপ থাকায় মেঝেতে চিকিৎসাসেবা নিচ্ছেন অনেকে।

বর্তমানে ৩১ শয্যার হাসপাতালে মোট চিকিৎসকের সংখ্যা ৩৮ জন থাকার কথা থাকলেও রয়েছেন ২৪ জন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসক বিশেষ ব্যবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন। অথচ ৫০ শয্যার হাসপাতালের জনবলকাঠামো অনুমোদন হলে বর্তমান প্রেক্ষাপটে চিকিৎসকসহ সব শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা বাড়ার কথা রয়েছে। এই হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক অন্যত্র রয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখানে একজন চিকিৎসককে দিনে ১০০ থেকে ১৫০ জন রোগী দেখতে হয়। যেখানে একজনকে ৩০ থেকে ৪০ জনের বেশি রোগী দেখা উচিত নয়। এভাবে একটি হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম চলতে পারে না।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মুজাম্মেল হোসেন বলেন, হাসপাতালেই চিকিৎসকের সংকট রয়েছে। ফলে স্বাভাবিক স্বাস্থ্য সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। জনবলসংকটের কারণে চিকিৎসাসেবা না পাওয়ার দায় এসে পড়ে চিকিৎসকদের ঘাড়ে। তার পরেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছি।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, ৫০ শয্যার জনবলকাঠামো অনুমোদনের জন্য ইতিপূর্বে কয়েক দফা চিঠির পর সর্বশেষ গত ২০ জুন চিঠি দিয়েছি। আশা করছি কর্তৃপক্ষ উপজেলার জনগোষ্ঠীর কথা ভেবে দ্রুত ব্যবস্থা নেবে। এ ছাড়া আমাদের হাসপাতালটিতে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ সেবা নিতে আসেন। সে হিসেবে খুব কমসংখ্যক জনবল দিয়ে বিশালসংখ্যক মানুষের সেবা দিতে হয় আমাদের।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।