ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘিওরের স্বপন হত্যা মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
ঘিওরের স্বপন হত্যা মামলার আসামি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলার চাঞ্চল্যকর স্বপন মিয়া (৩৮) হত্যা মামলার আসামি বিল্লাল মিয়াকে (৩৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪।

শুক্রবার (২২ নভেম্বর)  দুপুরের দিকে সিপিসি-৩, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটক বিল্লাল মিয়া জেলার ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার মৃত রুপচাঁন মিয়ার ছেলে।

জানা যায়, ভিকটিম স্বপন মিয়ার সঙ্গে বিবাদী বিল্লাল মিয়ার বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ জমি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার জন্য একাধিকবার সালিশ হয়। মীমাংসার সেই সূত্র ধরে স্বপনের বাড়ীর সামনের জায়গা মো. ফানু মিয়ার বাড়ির পাশের ডোবা ভরাট করে দেওয়ার কথা বিল্লাল মিয়ার। মাটির পরিবর্তে স্বপন মিয়া ডোবা ভরাট করছিলো ময়লা আবর্জনা ও বিভিন্ন বাঁশ, কাঠের গোড়ালী দিয়ে ভরাট করছিল। পরবর্তীতে ভিকটিমের চাচা ফালু মিয়া ময়লা আবর্জনা দিয়ে ভরাট করছে এমন বিষয়ে বাধা দিলে বিল্লাল মিয়া ক্ষিপ্ত হয়ে গালাগাল করে। উচ্চস্বরে গালাগাল শুনে স্বপন মিয়ার ভাবি জহরা (৩২) এসে শান্ত হতে বলেন এবং সঙ্গে সঙ্গে তাদের মারধর করে। পরবর্তীতে বিল্লাল মিয়া তার অন্য সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। ওই হামলায় স্বপন মিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন। এ ঘটনায় ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের মা।

সিপিসি-৩, র‌্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দরের হাজি ক্যাম্প রোড এলাকায় অভিযান পরিচালনা করে বিল্লালকে আটক করা হয়। আটক আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।