ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদের পরামর্শ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
নেত্রকোনায় আমন ধান কাটা শুরু, ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদের পরামর্শ 

নেত্রকোনা: বাজার মূল্য ভালো হলেও এবার বৈরী আবহাওয়া ও অসময়ের বন্যা হওয়ায় নেত্রকোনায় আমন ধানের কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষকরা। তবে উঁচু এলাকায় এরইমধ্যে আমন ধান কাটতে মাঠে নেমেছেন কৃষকরা।

যদিও ক্ষতি পুষিয়ে নিতে সরিষা আবাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

নেত্রকোনা সদর বারহাট্টা, পূর্বধলাসহ বিভিন্ন উপজেলায় আমন ধান কাটতে শুরু করেছেন চাষিরা। তবে এবার অসময়ের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় জেলার নিচু এলাকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে এবার  কাঙ্ক্ষিত ফলন পায়নি কৃষকরা।  

কৃষকেরা বলছেন, বাজারে ধানের দাম ভালো হলেও ফলন কম হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবে উঁচু এলাকাগুলোতে বন্যার প্রভাব না থাকায় সেসব এলাকার কৃষকরা ধান কাটছেন।

এদিকে ক্ষতি পুষিয়ে নিতে সরিষার মতো দ্রুত ফলনশীল ফসল আবাদে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়েছে কৃষি বিভাগ।

নেত্রকোনা কৃষি বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান বাংলানিউজকে বলেন, এ বছর জেলায় এক লাখ ৩৫ হাজার ১৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আশা করি আগাম জাতের ধান কাটা শেষ হলে শরিষা আবাদ করে ক্ষতি পুষিয়ে নিবেন কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।