ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পেটের মধ্যে লুকানো মাদক, এক্সরে করতেই মিলল ইয়াবা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
পেটের মধ্যে লুকানো মাদক, এক্সরে করতেই মিলল ইয়াবা

খুলনা: মাদকসহ এক ব্যক্তিকে পাকড়াও করে রীতিমতো চোখ কপালে উঠলো তদন্তকারীদের। পেটের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল মাদকদ্রব্য।

এক্সরে করতেই পেটের মধ্যে লুকানো ওই মাদকগুলো নজরে আসে তদন্তকারীদের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ নভেম্বর) খুলনার লবণচরা থানা পুলিশের সঙ্গে।

ইয়াবাসহ আটক ব্যক্তির নাম উজ্জ্বল শেখ। দুপুরে মহানগরীর লবণচরা থানার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।  

আটক মাদকবিক্রেতা নড়াইলের লোহাগড়া উপজেলার লিয়াকত শেখের ছেলে।

খুলনার লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, জিসান পরিবহনে করে ঢাকা থেকে খুলনায় আসেন উজ্জ্বল। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথ থেকে মাদকের একটি পোটলা বের করে দেন তিনি। ওই পোটলা থেকে ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে গতিবিধি আরও সন্দেহ হলে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়।

লবণচরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ বৈদ্য জানান, হাসপাতালে নেওয়ার পর উজ্জ্বলের এক্সরে করানো হয়। সেখানে তার পেটে কিছু ডিম আকৃতির পোটলা দেখা যায়। পরে বিশেষ ব্যবস্থায় ১৯টি পোটলা বের করা হয়। আরও কয়েকটি পোটলা রয়েছে। এগুলো বের করার পর গণনা করে সঠিক তথ্য জানানো সম্ভব হবে। ওই বিক্রেতার কাছে আরও মাদক রয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।