ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের তিন সহযোগী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের তিন সহযোগী গ্রেপ্তার

ঢাকা: রাজধানী ফার্মগেট এলাকার ফার্মভিউ সুপার মার্কেট থেকে চাঁদাবাজি মামলার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ৩ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আব্দুল মালেক খান (৫০), শামীম আহমেদ (৫০) ও নুরুন ইসলাম আকন (৪৮)।

বুধবার (২০ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

তিনি জানান, আজকে ফার্মগেট এলাকার একটি মার্কেটে অভিযান চালিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তিন সহযোগীকে একটি চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনজন পুলিশ হেফাজতে আছে।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।