ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
নীলফামারীতে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নীলফামারী: নীলফামারী জেলা শহরের পাঁচমাথা মোড়ে স্বামীর মোটরসাইকেল থেকে ছিঁটকে পড়ে মেঘলা আক্তার (৪৫) নামে এক শিক্ষিকা মারা গেছেন।  

বুধবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।  

নিহত মেঘলা জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মো. সেলিমের স্ত্রী।

পুলিশ জানায়, সকালে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে নীলফামারী থেকে যাদুরহাট সোনামনি কেজি স্কুলে যাচ্ছিলেন মেঘলা। তিনি ওই স্কুলের শিক্ষিকা।  পথে জেলা শহরের পাঁচমাথা মোড়ে  মোটরসাইকেলটি স্পিড ব্রেকারে ধাক্কা খেলে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  
 
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।