ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি এমদাদুল হক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজি এমদাদুল হক

ঢাকা: হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক বিচারপতি মো. এমদাদুল হককে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।

আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার (১৯ নভেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫ (১৯৯৫ সালের ১৫ নম্বর আইন)-এর ১১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে তাকে নিয়োগ দেয়।

যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি নিয়োগ পেয়েছেন।

তিনি উক্ত পদে কর্মরত থাকাকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।