ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এক ঘণ্টার পুলিশ সুপার রোজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এক ঘণ্টার পুলিশ সুপার রোজা

জয়পুরহাট: জয়পুরহাটে প্রতীকী পুলিশ সুপার হলেন জয়পুরহাট মহা বিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আমিনা ইসলাম রোজা। তিনি এনসিটিএফের জেলা পর্যায়ের একজন শিশু গবেষক।

সোমবার বেলা ১২টায় জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাবের কাছ থেকে ১ ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন। এসময় এক ঘণ্টার প্রতীকী এসপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।  

প্ল্যান ইন্টারন্যাশনাল এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ‘ইয়েস বাংলাদেশ’ এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এই দায়িত্ব প্রদান করা হয়।  

এক ঘণ্টার জন প্রতীকী পুলিশ সুপার হয়ে দায়িত্ব নিয়েই জেলাকে নারী বান্ধব করতে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি। সেই সঙ্গে জয়পুরহাট শহরের প্রধান সড়কে যানজট, চাঁদাবাজি, কোচিং বাণিজ্য, সাইবার ক্রাইমসহ নানা অপরাধ দমনের কথা বলেন এই প্রতীকী পুলিশ সুপার।

এসময় জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন, তাতে আমি বিস্মিত। নারীরা ধর্ষণ, ইভটিজিং এবং বাল্যবিবাহসহ যে-সব সামাজিক ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, তা এই প্রতীকী পুলিশ সুপারের কাছ থেকে শুনেছি। এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন তিনি।

আন্তর্জাতিক শিশু কন্যা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও এমন উদ্বুদ্ধ মূলক আয়োজন করেছে এনসিটিএফ ও তাদের সহযোগী সংগঠন ইয়েস বাংলাদেশ।  

আয়োজকদের মধ্যে ইয়েস বাংলাদেশের ডিস্ট্রিক্ট ভলানটিয়ার শান্তনা পারভীন জানান, এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে সব শিক্ষার্থী বড় পদে যুক্ত হতে আপ্রাণ চেষ্টা করবে।

অন্যদিকে এমন ব্যতিক্রমী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য: ১১ সদস্য বিশিষ্ট এনসিটিএফ জয়পুরহাট জেলা কমিটির সদস্যরা প্রতি বছর এই ধরনের আয়োজন ছাড়াও প্রত্যেক মাসে তারা জেলার বিভিন্ন সমস্যা বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের কাছে তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।