ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বগুড়ায় হাসপাতালের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে যুবকের আত্মহত্যা মামুনুর রশিদ

বগুড়া: বগুড়া সদর উপজেলায় হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মামুনুর রশিদ (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।

মামুনুর রশিদ বগুড়া সদর উপজেলার তেলীহারা গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি নোয়াখালীতে এসিআই কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, নোয়াখালীতে কর্মরত থাকা অবস্থায় মামুনুর রশিদ নিখোঁজ হন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। আজ সকালে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশকে জানানো হয় এক ব্যক্তি ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। পুলিশের অনুসন্ধান থেকে জানা যায় মামুনুর রশিদ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে হোটেল মাহাথিরে একটি কক্ষ ভাড়া নেন। রাত ১০টার দিকে তিনি বের হয়ে যান। রাত ১২টার দিকে হোটেলে ফিরে আসেন। ভোর ৪টার দিকে তিনি আবারো হোটেল থেকে বের হন। পরে হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ লাফিয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা জানান, সোমবার রাত ১০টার পর ওই ব্যক্তি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ তলা ভবন থেকে রেলিং ধরে নিচে লাফিয়ে পড়ার চেষ্টা করেন। উপস্থিত লোকজন তাকে সেখান থেকে বের করে দেন। ভোরে তিনি আবারো হাসপাতালের ১৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে স্ত্রীর সঙ্গে মামুনুর রশিদের দাম্পত্য কলহ চলছিল। এর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।