ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কৃষকের প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার রায় দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত মাফিজুল ওই গ্রামের বাসিন্দা।

রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজের বাড়ির উঠানে ইলেকট্রিক মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন মফিজুল। এ সময় মেশিনের বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, 
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।