ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যাশায় চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির বর্ধিত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যাশায় চাঁপাইনবাবগঞ্জে জেলা বিএনপির বর্ধিত সভা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে নিজেদের মধ্যে কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধ হয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম আলীম।

বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

নাচোল উপজেলা বিএনপি নেতা আবু তাহের খোকনের সঞ্চালনায় এসময় জেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আমিরুল ইসলাম আলীম দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন। এ সময় তিনি দলকে শক্তিশালী করতে নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান নেতাকর্মীদের প্রতি।

প্রসঙ্গত: চাঁপাইনবাবগঞ্জে সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ গ্রুপ ও জেলা বিএনপি আহ্বায়ক গোলাম জাকারিয়ার নেতৃত্বে জেলা বিএনপি দুটি গ্রুপে বিভক্ত। আর এর প্রভাব বিরাজ করছে উপজেলাগুলোতেও।  

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘন্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।