ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারী ডোমারে খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে রবিউল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে ছেলে আবু বক্কর সিদ্দিককে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার উত্তর ডাঙ্গাপাড়া (সীমান্ত পাড়া) গ্রামের নিহত রবিউল ইসলামের (সাবুল) ছেলে।

রোববার (১৭ নভেম্বর) বিকালে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. ওমর ফারুক।

এর আগে শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার গাজীপুর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৩, নীলফামারী সিপিসি-২ এবং র‌্যাব-১ সিপিএসসি গাজীপুর র‌্যাব ।  

র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৩ (নভেম্বর) সন্ধ্যায় উঠানে আমন ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সঙ্গে ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিদ্দিক ঘর থেকে ধারালো (হাসুয়া) দা এনে তার বাবার মাথা ও শরীরে উপর্যুপরি কোপাতে থাকে। পরে রক্তাক্ত অবস্থায় রবিউল ইসলাম মাটিতে পড়ে গেলে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার করেন। রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পরের দিন নিহতের স্ত্রী বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আসামি বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ডোমার থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আসামি আবু বক্কর সিদ্দিককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।