ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
৪ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ

ঢাকা: কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালীতে বিক্ষোভ করছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তারা রেললাইনও অবরোধ করেছেন।

তাদের অবরোধে চার ঘণ্টারও বেশি সময় ধরে ধরে রেল যোগাযোগ বন্ধ।

রেল যোগাযোগ বন্ধ থাকায় তৈরি হয়েছে ট্রেনের শিডিউল বিপর্যয়। শিক্ষার্থীরা সোমবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালীতে রেললাইন অবরোধ করেন। বিকেল পৌনে ৪টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ ছিল।  

কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, রেললাইনে শিক্ষার্থীদের চলমান অবরোধের কারণে দুটি রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।  

তিনি বলেন, অবরোধের কারণে সাড়ে ১১টার পর ট্রেন চলাচল দুটি লাইনেই বন্ধ করা হয়। এখনো তা বন্ধ। আনুমানিক চার ঘণ্টা দুটি লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, বেলা ১১টার পর শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে দুপুরের দিকে ট্রেনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এর আগে, ঘটনাস্থল থেকে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানিয়েছিলেন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে রেললাইনে তিতুমীরের শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল বন্ধ আছে।

তবে ট্রেন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাটি তার জানা নেই বলে জানান।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪ 
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।