ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নোংরা পরিবেশ: চুয়াডাঙ্গায় ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
নোংরা পরিবেশ: চুয়াডাঙ্গায় ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা: অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, নষ্ট ও পুরাতন খাবার উপকরণ খাবার তৈরিতে পুনরায় ব্যবহার ও ফ্যাক্টরিতে কোনো কেমিস্ট না থাকাসহ বিভিন্ন অপরাধে চুয়াডাঙ্গার বঙ্গজ বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) দুপুরের দিকে জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।

অভিযান থেকে জানা গেছে, এর আগেও সতর্ক করা সত্ত্বেও ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করতে দেখা যায়। যে সব শ্রমিক কাজ করছেন সেখানে, তাদের হাতে কোনো হ্যান্ড গ্লাভস ছিল না। তৈরিকৃত খাবার বিভিন্ন ফ্লোরে অস্বাস্থ্যকর ভাবে ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল, নষ্ট ও নোংরা খাবার পুনরায় খাবার তৈরিতে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এর আগেও একই অপরাধে জরিমানা করা হয়েছিল। আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ফজলুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়। সেই সঙ্গে ফ্যাক্টরির ত্রুটি সংশোধনে নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজিব পাল, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষার্থে সহযোগিতা করেন সেনাবাহিনীর একটি টিম।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।