ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় ইসির ডাটা এন্ট্রি অপারেটর নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
সড়ক দুর্ঘটনায় ইসির ডাটা এন্ট্রি অপারেটর নিহত

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নির্বাচন কমিশনের (ইসি) ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুর রহমান (৪০) নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৭ নভেম্বর) ইসির আইডিইএ (২য় পর্যায়) প্রকল্প কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এ ঘটনায় শোক বার্তা দিয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, টেকনাফ উপজেলা নির্বাচন অফিসে কর্মরত আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুর রহমান (বয়স ৪০) আজ সকালে অফিসে যাওয়ার পথে বাহারছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারে বাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাহারছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের কাছে আসলে পেছন থেকে দ্রুতগতিতে আসা জালটানা গাড়ি তার বাইকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তিনি মারা যান।

মো. আব্দুর রহমান চাকরি জীবনে ২০১৬ সাল থেকে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে সততা ও নিষ্ঠার সঙ্গে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, আইডিইএ (২য় পর্যায়) প্রকল্প কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন ও সদস্য সচিব আশরাফুর রহমানসহ প্রকল্পের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীগণ গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।