ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
ডিএমপির মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

ঢাকা: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অক্টোবর মাসের ভালো কাজের স্বীকৃতি হিসেবে তাদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

চলতি বছরের অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ক্রাইম বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিএমপির গুলশান বিভাগ। শ্রেষ্ঠ থানা ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে উত্তরা পশ্চিম থানা। সহকারী পুলিশ কমিশনারদের (এসি) মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন ডিএমপির উত্তরা জোনের এসি সাদ্দাম হোসাইন। পুলিশ পরিদর্শকদের (তদন্ত) মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।

উপ-পরিদর্শক (এসআই) ক্যাটাগরিতে যৌথভাবে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. ওসমান গনি ও ওয়ারী থানার এসআই মো. মিনারুল হক। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন মিরপুর মডেল থানার এএসআই মো. সানোয়ার হোসেন ও লালবাগ থানার এএসআই মো. রফিকুল ইসলাম।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন বনানী থানার এসআই মো. নুর উদ্দিন। অস্ত্র উদ্ধারে প্রথম হয়েছেন খিলক্ষেত থানার এসআই মোহাম্মদ সুলতান আলী। মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন হাজারীবাগ থানার এসআই সিরাজুল ইসলাম। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. হোসনে মোবারক।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, তিনি মাদকদ্রব্য উদ্ধারেও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।

ট্রাফিক বিভাগের মধ্যে প্রথম হয়েছে ট্রাফিক উত্তরা বিভাগ। ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন মিরপুর-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী মাহাবুব আলম। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হয়েছেন একই জোনের ট্রাফিক ইন্সপেক্টর মো. জোবায়ের হোসেন। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন উত্তরা পূর্ব-ট্রাফিক জোনের সার্জেন্ট এসএম খুরশীদ আলম ও যাত্রাবাড়ী-ট্রাফিক জোনের সার্জেন্ট সুমন মাহমুদ তানভীর।

ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সভাপতিত্বে ও যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেনের সঞ্চালনায় মাসিক এ অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসসি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।