ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৩০টি ভারতীয় রেল ওয়াগন দর্শনা বন্দরে পৌঁছেছে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
৩০টি ভারতীয় রেল ওয়াগন দর্শনা বন্দরে পৌঁছেছে 

চুয়াডাঙ্গা: ভারত থেকে আমদানি করা মালবাহী ট্রেনের ৩০টি ওয়াগন দেশে এসে পৌঁছেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা রেল বন্দরে এসে পৌঁছায় এসব ওয়াগন।

 

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন সূত্রে জানা যায়, ২০২২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের চাহিদা মোতাবেক শনিবার ভারতীয় ৩০টি বিসি মালবাহী ওয়াগন ও ১টি ব্রেক গার্ডভ্যান প্রবেশ করে। ভারতের বিএলএন গেদে রেল স্টেশন থেকে ছেড়ে এসে ডিএসএম দর্শনা রেল বন্দরে এসে পৌঁছায়।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হাসান জানান, ভারত থেকে আসা বিসি ওয়াগন ও ব্রেক গার্ডভ্যান সৈয়দপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।