ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ প্রতীকী ছবি

খুলনা: খুলনা মহানগরীর হরিণটানা গেটে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।  

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খুলনার মোংলা উপজেলার সানবান্দা গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মিরাজ মোয়াজ্জে (২২) ও বটিয়াঘাটা উপজেলার দারোগার ভিটা এলাকার হানিফ হাওলাদারের ছেলে ইজিবাইকচালক মোহাম্মদ রাব্বি হাওলাদার (৩৬)।  

এ ঘটনায় আহত হয়ে মোটরসাইকেল আরোহী মোংলার মোশাররফ হোসেনের ছেলে ফাহাদ (২২) ও তেরখাদার ডা. আরশীল আজিমের ছেলে পল্লব (২২) হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

লবণচরা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. জাকির হোসেন বলেন, ইজিবাইকচালক মোহাম্মাদ রাব্বি হাওলাদার বাগমারা পার হয়ে হরিণটানা গেটের দিকে যাচ্ছিলেন। হাইওয়ে মুখে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলচালক মিরাজের মৃত্যু হয়। এছাড়া ইজিবাইকচালক মোহাম্মাদ রাব্বি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআরএম/এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।