ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালকিনিতে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
কালকিনিতে ককটেল হামলায় আহত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুর জেলার কালকিনিতে ককটেল হামলায় সুজন সরদার (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

এর আগে বৃহস্পতিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে আহত হন সুজন।  

নিহত সুজন সরদার উপজেলার শিকারমঙ্গল এলাকার পূর্ব শিকারমঙ্গল গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র কাইউম মৃধা ও মিরাজ সরদারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্দ্বের জেরে গত বৃহস্পতিবার দুপুরে এনায়েত নগর ইউনিয়নের খালেকের হাট বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটে। তখন সিঙ্গাপুর প্রবাসী সুজন সরদারসহ পাঁচজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।  

বৃহস্পতিবার রাতে গুরুতর আহত অবস্থায় সুজন সরদারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এনায়েতনগর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত সুজন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।