ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাসচাপায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
রাজশাহীতে বাসচাপায় নিহত ২

রাজশাহী: রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, বিকেলে গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় থাকা রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী।

পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। এরপর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি শনাক্ত করা যায়নি। তবে চেষ্টা চলছে। মরদেহ আপাতত থানায় রাখা হয়েছে। এরই মধ্যে তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসএস/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।