ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
সিরাজগঞ্জে ডাকাত দলের ৯ সদস্য আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে আন্তজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) গ্রেপ্তার হওয়া ১১ আসামিকে আদালতের সোপর্দ করে প্রত্যেকের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।  

গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা হলেন-আব্দুর রাজ্জাক ওরফে টুটুল (৩৫), হৃদয় শেখ (১৯), আরিফুল ইসলাম (৪২), জুলহাস শেখ (৫৮), ফারুক ওরফে আমেদ আলী (৩৫), মাইনুল ইসলাম (৫৫), দুলাল হোসেন (৩২), হেলাল মিয়া (৩৯) ও রাশেদুল ইসলাম (২৮)।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য মোতাবেক সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে আরও তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করে প্রত্যেকের ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত বন্ধ থাকায় রিমান্ড শুনানি হয়নি।  

তিনি বলেন এছাড়াও একই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মোহাম্মদ অভিষেক (১৬) ও আবির আহমেদ ওরফে সায়েম (১৭) নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।