ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাসে দুর্বৃত্তের হামলা, যাত্রী-কর্মচারী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মাদারীপুরে বাসে দুর্বৃত্তের হামলা, যাত্রী-কর্মচারী আহত

মাদারীপুর: মাদারীপুরে সোনালী পরিবহনের একটি বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের সুপার ভাইজার ও একজন যাত্রী আহত হয়েছেন।

আহতদের পরে হাসপাতালে চিকিৎসা করানো হয়।

পুলিশ ও বাস কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে ঢাকার মালিবাগ থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ৯টার দিকে মাদারীপুর শহরের জজ কোর্টের সামনে সড়কের আইল্যান্ডে এসে পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটিকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করে। এতে বাসের জানালার কাচ ভেঙে যায়। এ সময় বাসে থাকা এক যাত্রী ও বাসের সুপার ভাইজার আল-আমিন (৩০) আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা করা হয়। পরে বাস কর্তৃপক্ষ এ ঘটনা থানা পুলিশকে অবহিত করে।

এই বিষয়ে সোনালী পরিবহনের মালিক কামরুল হাসান তুষু খন্দকার বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পরে মাদারীপুরে বাস মালিক সমিতির নামে অসৎ উদ্দেশে একটি কথিত কমিটি গঠন করা হয়। যে কমিটিতে বাসের মালিক নয়, এমন লোকজন দিয়ে কমিটি গঠন করা হয়। আমি সেই কমিটিকে সমর্থন না করায় আমার বাস ভাঙচুর করতে পারে বলে আমি মনে করছি। আমি আমার পরিবহন ভাঙচুর করার ঘটনায় থানায় মামলা দায়ের করব। আমি এ ঘটনায় দুষ্কৃতকারীদের যাতে বিচার হয় প্রশাসনের কাছে তার জোর দাবি জানাচ্ছি।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘বাস ভাঙচুরের খবরটি বাসের মালিক তুষু খন্দকার আমাকে ফোনে জানিয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।