ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

পূর্ণভবায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, নভেম্বর ১৪, ২০২৪
পূর্ণভবায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে ডুবে মুনতাসীর (১৩) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হয়েছে।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে দিকে উপজেলার রহনপুর রেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মুনতাসীর রাজশাহী মসজিদ ই নুর দাখিল মাদরাসার ছাত্র।

স্থানীয়রা ও নিখোঁজের সহপাঠীরা জানান, আজ সকাল ১১টার দিকে মুনতাসীরসহ কয়েকজন বন্ধু রাজশাহী থেকে ট্রেনযোগে রহনপুর এসে পূর্ণভবা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে যায় মুনতাসীর। স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান না ফায়ার সার্ভিসকে খবর দেয়।

গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মাহতাব জানান, এই স্টেশনে ডুবুরি না থাকায়, রাজশাহী ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।