ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জৈন্তাপুরে বাসচাপায় ব্যাংকার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
জৈন্তাপুরে বাসচাপায় ব্যাংকার নিহত

সিলেট: একদিনের ব্যবধানে সিলেটে আবারও বাসচাপায় সাদিকুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।  

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের সামনে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাদিকুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম চটি) গ্রামের মরহুম রমজান মিয়া ওরফে লাল মিয়ার ছেলে।  

তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট উপজেলার চতুল বাজার শাখায় কর্মরত ছিলেন বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ব্যাংক থেকে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন সাদিকুর। হরিপুর ১০ নম্বর কূপের ফিশারিজের সামনে পৌঁছামাত্র একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নিহতের বড় ভাই সিলেটের বটেশ্বর বাজারের ব্যবসায়ী ওলিউর রহমান জানান, মোটরসাইকেলে তার ভাই সাদিকুর রহমান ছাড়াও আরেকজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। জাফলংমুখী গেট লক বাসটি পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। দুর্ঘটনাস্থল থেকে তার ভাইকে ৩০০ গজ দূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। বেপরোয়া চালক আরও ৩০০ গজ দূরে নিয়ে বাস রেখে পালিয়ে যায়। তখনও মোটরসাইকেলটির বাম্পার বাসের সঙ্গে আটকে ছিল। এছাড়া মোটরসাইকেলে থাকা অন্য কর্মকর্তা ছিটকে পড়লে গুরুতর অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।  

তিনি বলেন, গত শনিবার তাদের সবচেয়ে বড় ভাই আব্দুর রহমানের স্বাভাবিক মৃত্যু হয়। আজ ছোট ভাইকে কেড়ে নিল ঘাতক বাসচালক। এ ঘটনায় মামলা দায়ের করবেন।

তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও বাস-মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

এর আগে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় জুবায়ের আহমদ জুবা (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত জুবায়ের আহমদ জুবা উপজেলার নুরপুর গ্রামের সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি সদস্য প্রয়াত আকরাম আলীর ছেলে। পরে ওইদিন রাত ১১টায় জানাজার পর তার মরদেহ দাফন করেন স্বজনরা।   

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।