ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বিদিরপুরে ট্রাক্টরের ধাক্কায় ওসমান আলী নামে এক শিশু (৯) নিহত হয়েছে।  

বুধবার (১৩ নভেম্বর) সকালে সাইকেলে করে মাদরাসায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ওসমান জেলা সদরের পৌর এলাকার মিল্কী গ্রামের উজ্জ্বল আলীর ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, বুধবার সকালে শিশু ওসমান সাইকেলে করে মাদরাসায় যাচ্ছিল। পথে  শহরের বিদিরপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় সে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।