ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শেরপুরে পিকআপভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত তিন

শেরপুর: শেরপুরের নকলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ গুরুতর আহত হয়েছে তিনজন।

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০)।

আহতদের মধ্যে তোবা (১৬), আদনান সাবিদ (৩) ও উম্মে সালমাকে (৪০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

নকলা থানার পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সঙ্গে ময়মনসিংহ থেকে শেরপুরমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়।  

পরে স্থানীয়রা পিকআপভ্যান ও অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করেন। আহতদের প্রথমে নকলা হাসপাতাল এবং পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এ সময় পথে এক শিশুর মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশগুলো নকলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।