ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধ সম্পদ অর্জন: আ. লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
অবৈধ সম্পদ অর্জন: আ. লীগ নেতার বিরুদ্ধে দুদকের চার্জশিট

রাজশাহী: রাজশাহীতে অবৈধভাবে সম্পদ অর্জন করার দায়ে আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের (রাজশাহী) সহকারী পরিচালক মো. আমির হোসাইন মহানগর দায়রা জজ আদালতে এই চার্জশিট দাখিল করেন।

অবৈধভাবে সম্পদ অর্জনকারী আওয়ামী লীগ নেতার নাম আতিকুর রহমান কালু। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি এবং উত্তরাঞ্চলের সর্ববৃহৎ পশু হাট ‘সিটি হাট’-এর ইজারাদার।

আদালতে দাখিলকৃত চার্জশিটে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত বছরের ১ আগস্ট দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের তৎকালীন উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম বাদী হয়ে এই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয়ে একটি বিশেষ মামলা (মামলা নং-০৭/২০২৩) দায়ের করেন। দুর্নীতি দমমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দায়ের করা এই মামলার তদন্তভার দেওয়া হয় সহকারী পরিচালক আমির হোসাইনকে।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে আতিকুর রহমান কালুর সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেয় দুদক। গত বছরের ১৫ জানুয়ারি আতিকুর রহমান কালু দুদকে তার সম্পদ বিবরণী দাখিল করেন।

এতে তিনি নিজ নামে মোট ৯ কোটি ৬১ লাখ ৫০ হাজার ৯১৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেখান। কিন্তু অনুসন্ধানে গিয়ে দুদক জানতে পারে, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৪৩২ টাকা। মোট সম্পদের মধ্যে অতিরিক্ত ১ কোটি ৫৩ লাখ ৬ হাজার ৫১৫ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পায়নি দুদক তদন্ত দল।

অন্যদিকে আসামির আয়কর নথির তথ্য অনুযায়ী, ২০০৯-১০ থেকে ২০২২-২৩ করবর্ষ পর্যন্ত ১২ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা আয়ের তথ্য পাওয়া যায়। এ ছাড়া আয় এবং দায়-দেনাসহ মোট ১২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৮৩০ টাকা গ্রহণযোগ্য উৎসের আয় পাওয়া যায়। পারিবারিক ব্যয় বাবদ তিনি ২ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৮১ টাকা খরচ করেছেন। এ ক্ষেত্রে তার আয়বহির্ভূত সম্পদ পাওয়া যায় ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজা। ১৮৩ টাকা। এ দুই অপরাধে তার বিরুদ্ধে প্রথমে মামলা হয়। পরে মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতে চার্জশিট দাখিল করা হলো।  

দুদকের পক্ষে দায়ের করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আমির হোসাইন জানান, আসামির নামে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সাথে ১ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ১৮৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার প্রমাণ মিলেছে। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এজন্য তার বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালু পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।