ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জের মামলায় সাবেক এমপি ডলার মোল্লার ১ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
না.গঞ্জের মামলায় সাবেক এমপি ডলার মোল্লার ১ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নরসিংদী-৩ আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার মোল্লার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: বদিউজ্জামানের আদালত এই আদেশ দেয়।

এসময় পুলিশ ডলারকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদিউজ্জামানের আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যাচেষ্টার ঘটনায় মামলা রয়েছে। সে মামলার ২ নাম্বার এজাহারনামীয় আসামি।

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাজধানীর আসাদ গেট এলাকা থেকে ডলারকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এমআরপি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।