ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
ডামুড্যায় ব্যবসায়ীকে পেটানোর ঘটনায় সেই এসিল্যান্ডকে বদলি

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় নিজ কার্যালয়ে আটকে রেখে ব্যবসায়ীকে পেটানো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিককে কিশোরগঞ্জের ইটনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মাশিয়া তুল ইসলাম সাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়।

এ আদেশে ১১ নভেম্বর থেকে তার নিজ কর্মস্থল থেকে তাকে অবমুক্ত করেন। তবে বদলিকৃত কর্মস্থলে যোগদানের তারিখ উল্লেখ করা হয়নি।

জানা গেছে, ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সিদ্দিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় এক দোকানিকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ তুলে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী দোকানি সোলাইমান ফরাজী। এর প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে শরীয়তপুর জেলা প্রশাসককে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়। পরে গত বুধবার (৬ নভেম্বর) অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পিংকি সাহাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয় এবং পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্তের রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় জেলা প্রশাসক।

তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা জানান, আমাকে ঘটনার তদন্তে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে দুইপক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করে নেয়। তবে বিভাগীয় কমিশনার মনে করেছেন তাকে এখন বদলি করা লাগবে তাই তাকে বদলি করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, আমি এখনও তদন্তের রিপোর্ট হাতে পাইনি। তবে উভয়পক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করে নিয়েছে। অভিযোগ পত্র উঠিয়ে নিয়েছে। আমি এখন বাইরে আছি অফিসে গিয়ে প্রশাসনিকভাবে তাকে রিলিজ দেওয়া হবে।

আরও পড়ুন: ডামুড্যায় দোকানিকে অফিসে তুলে নিয়ে পেটালেন এসি-ল্যান্ড!

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।