ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আসিফ নজরুলকে হেনস্তার প্রতিবাদে আইনজীবীদের সমাবেশ

ঢাকা: আইন উপদেষ্টা ড.আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

সোমবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে এ সমাবেশ করে আইনজীবীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

‘আইন উপদেষ্টা ড.আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও পলাতক পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের অব্যাহত রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাকসুদ উল্লাহ, সহ-অর্থ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান প্রমুখ।

বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, সাধারণ জনগণ শেখ হাসিনাকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছে। তিনি চিরদিনের জন্য পালিয়ে গেছেন। বাংলাদেশের মানুষ আর আপনাকে এদেশে ফিরতে দেবে না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই। তাকে হামলা করে আপনারা মনে করবেন না সরকার ভয় পেয়ে গেছে। আসিফ নজরুলের উপর হামলার কারণে সারাদেশের, তার ছাত্র সমাজ ও আইনজীবীরাও জেগে উঠেছে। ভবিষ্যতে যদি অন্যান্য উপদেষ্টার উপর হামলা করা হয় তাহলে এদেশে বিচার হবে, আন্তর্জাতিক আদালতেও বিচার করা হবে।

বাংলাদেশ সময়:১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১১,২০২৪
ইএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।