ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

বান্দরবান: বান্দরবানের আলীকদম-মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৮১ রোহিঙ্গাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকদের আলীকদম উপজেলা প্রশাসন কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদম কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রবেশকালে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ৩১ জন শিশু বাকি ৫০ জন প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তার জোরদার করানো হয়। এরপরই বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সীমান্ত এলাকা, বাস স্টেশনসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

মো. শফি উল্লাহ নামের এক রোহিঙ্গা নাগরিক বলেন, আট লাখ টাকা দিয়ে দালাল চক্রের মাধ্যমে রাতের আঁধারে আলীকদমে কয়েকটি সীমান্ত দিয়ে তারা আমাদেরকে পাঠিয়েছে। দালাল চক্রের সদস্যরা টাকা নেওয়ার পরে আমাদের আলীকদম বাস  টার্মিনাল থেকে গাড়িতে করে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানোর সময় আমাদের পুলিশ আটক করে।  

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব জানান, সকালে তিনটি পৃথক অভিযানে আলীকদমের বিভিন্নস্থান থেকে এই রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়। তাদের মিয়ানমারে পুশব্যাক করার প্রক্রিয়া চলমান। তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হবে। আপাতত তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।