ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল ও আমার দেশ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি শওকত আলী শরীফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন।

শনিবার (০৯ নভেম্বর) উপজেলা সদরের শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪ এর ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গ্রহণ চলে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত।  

নির্বাচনে প্রেসক্লাবের ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

এছাড়াও নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন লিটন (দৈনিক খবরপত্র), সহ-সভাপতি এহসানুল হক মিয়া (দৈনিক খোলাচোখ ও বিডি২৪লাইভ.কম), সহ-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (দৈনিক বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (দৈনিক সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দৈনিক দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (দৈনিক খোলা কাগজ)।

এছাড়া কার্য নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সাইফ (দৈনিক আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (দৈনিক ফরিদপুর কণ্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি) নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।